নিজস্ব প্রতিবেদক, তানোর : শনিবার দুপুরে গরম ও রোদের মধ্যে রাজশাহীর তানোর পৌরসদরের বিল কুমারী বিলের জমিতে বোরো ধান কাটছিলেন কৃষকরা। এ সময়ে শ্রমিকদের জন্য পানি, স্যালাইন ও বিস্কুট নিয়ে উপস্থিত হন রাজশাহী মহানগর বোয়ালিয়া পশ্চিম শাখা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক আবুল বাশার সুজন। তিনি ধান কাটা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কৌশল বিনিময় করেন।
এসময়ে তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট সহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাজসেবক আবুল বাশার সুজন বলেন, মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্দেশে প্রান্তিক কৃষকদের জন্য খাদ্যসামগ্রী ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা তানোরের মানুষের পাশে ছিলাম, এভাবেই আগামীতেও তানোরের যেকোন সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবো।
Leave a Reply