1. admin@tanorebarta.com : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন

আইডিএফ’র দুদিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশপনা (আইডিএফ) আয়োজনে দুদিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর পবায় আশ্রয় গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার সমাপণী অনুষ্ঠান হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এরআগে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কর্মশালাটি উদ্বোধন করেন, আইডিএফ নির্বাহী পরিচালক জহিরুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিএফ এর সাধারণ পরিষদ সদস্য হোসেন আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দীন, পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) সেলিম উদ্দিন প্রমুখ।
কর্মীদের দক্ষতা উন্নয়নে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে আইডিএফ’র ৪ জন এরিয়া ম্যানেজার, ৩২ জন শাখা ব্যবস্থাপক ও সকলকর্মী ছাড়াও একজন মেডিকেল অফিসার, ১৮ জন প্যারামেডিক্স (DMF) এবং ৩ জন কৃষি কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 তানোর বার্তা
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!