1. admin@tanorebarta.com : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন

অর্কিড স্কুল এন্ড কলেজে মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়।
এরপর শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরিতে অংশ গ্রহণ করেন। পরে তাঁরা স্কুল প্রাঙ্গণে বাঁশ কাঠের তৈরি অস্থায়ী শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অর্কিড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ ও ও মিজানুর রহমান।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির উপধাক্ষ্য শারমিন খাতুন, সহকারী শিক্ষক শাকিলা শারমিন, তারা খাতুন, রাকিব প্রমুখ।
সভায় বক্তারা ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। সেইসাথে ভাষা আন্দোলনে শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 তানোর বার্তা
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!