1. admin@tanorebarta.com : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

তানোরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহীর তানোরে গরিব-অসহায় ৫০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ৩টায় তানোরের ভবানীপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে ও আমেরিকা প্রবাসী ডা. আহম্মদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভবানীপুর দাখিল মাদরাসার সভাপতি আনিসুর রহমান মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহম্মদ হোসেন বলেন, ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল। এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচ- শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। তাদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 তানোর বার্তা
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!