নিজস্ব প্রতিবেদক, তানোর : বছরের প্রথম দিন নতুন বই পেলো রাজশাহীর তানোর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৪ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় পৌরশহরের তানোর মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়।
বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
জানা গেছে, সারাদেশের মতো এবছর তানোরে ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৭ হাজার ৮০০ জন এবং মাধ্যমিক স্তরের কারিগরি ও মাদরাসার ৯৭টি প্রতিষ্ঠানের ২১ হাজার ৬৫৩ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে।
Leave a Reply