মামুনুর রশিদ মামুন, তানোর : রাজশাহী তানোরে বাদামী গাছ ফড়িং দমন শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মদ। এতে সভাপতিত্ব করেন সরনজাই ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নরেন্দ্রনাথ তরফদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরনজাই শুকদেবপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একিন আলী।
সমাবেশে বক্তারা, ধান ফসলের বাদামী গাছ ফড়িং অর্থাৎ কারেন্ট পোকা দমন শীর্ষক আলোচনা এবং পানি সাশ্রয়ী ফসল সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করেন। তাছাড়াও ইদুর নিধনে কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সারের সঠিক ব্যবহার ও জমির মাটি পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময়ে সরনজাই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবিনা খাতুনসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
Leave a Reply