নিজস্ব প্রতিবেদক, তানোর : ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। রোববার (২১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ের জিরোপয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, সিনিয়র আওয়ামী লীগ নেতা আবুল কাশেমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ২১ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply